Mar 02, 2022
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) এর অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন ভাবে যুক্ত হলো আরো দুইটি সেবা। আজ বিনিয়োগ ভবনে বিডা’র কনফারেন্স কক্ষে বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন মহোদয়ের সভাপতিত্বে বিডা ওএসএস অনলাইনের মাধ্যমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স প্রদান এবং সোনালী ব্যাংক লি. এর অনলাইন ব্যাংক হিসাব খোলা সেবা দুইটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্ত্যবে , বিডা’র নির্বাহী সদস্য মিজ মোহসিনা ইয়াসমিন বলেন আজ বিডা’র ওএসএস পোর্টালে নতুন দুটি সেবা যুক্ত হওয়ায় , এখন বিনিয়োগকারীরা ঘরে বসেই আরো বেশি বিনিয়োগ সেবা পাবেন। তিনি আরো বলেন বিনিয়োগকারীদের সর্বচ্চো বিনিয়োগ সেবার দেয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বিডা, আমরা ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠানের ৫৬টি সেবা দিয়ে আসছিলাম আজ আরো ২ টি সেবা যুক্ত হওয়ায় এখন থেকে বিডা ওএসএস সার্ভিস পোর্টালে ১৯ টি সংস্থার ৫৮টি বিনিয়োগ সেবা পাওয়া যাবে। তিনি আরো উল্লেখ করেন, শুধু সেবা প্রদানই নয় সেবা গ্রহণের জন্য গ্রাহকদের মাইন্ডসেট এবং সচেতন হতে হবে। সেবার গ্রহণের জন্য বিণোয়গকারীদের এখন আর বিভিন্ন অফিস বা দপ্তরে যাওয়ার দরকার নেই, তাঁরা ঘরে বসেই অতিসহজে এসেবা পাবেন। সেবার বিপরীতে এখন কিছু চার্জ লাগলেও দুই তিন বছর পরে সেগুলো বিনামূল্যে পাওয়া যাবে বলে তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সোনালী ব্যাংক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, মোঃ আতাউর রহমান প্রধান বলেন বিডা ওএসএস এর সাথে সোনালী ব্যাংক লি. এর অনলাইন ব্যাংক হিসাব খোলার সেবাটি যুক্ত হওয়ায় বিনিয়োগকারীরা বিশ্বের যেকোন প্রান্ত থেকে সোনালী ব্যাংকের যে কোন শাখায় হিসাব (একাউন্ট) খুলতে পারবেন । তিনি আরো বলেন “দেশ ব্যাপী আমাদের ১২২৯ টি শাখা রয়েছে এবং সবই অনলাইনের আওতাভুক্ত এবং বিডা ওএসএস এর মাধ্যমে সব শাখা থেকেই এ সেবা গ্রহণ করা যাবে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, প্রধান রাজস্ব কর্মকর্তা, মোঃ আব্দুল হামিদ মিয়াঁ বলেন, বিডা ওএসএস পোর্টালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স প্রদান সেবাটি যুক্ত হওয়ায়, বিনিয়োগকারীরা অতি সহজে বিডা ওএসএস মাধ্যমে সরকার নির্ধারিত ফি প্রদান করে (সরকার নির্ধারিত আবাসিক এলাকা বাদে) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ট্রেড লাইসেন্স নিতে পারবেন, এর জন্য বিনিয়োগকারীদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে যাওয়ার দরকার পড়বে না।
অনুষ্ঠানে শুরুতেই বিডার উপ পরিচালক সৈয়দা সাদিয়া নূরীয়া এর সঞ্চালনায় , বিডার নির্বাহী সদস্য জনাব অভিজিৎ চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন, এ সময়ে বিডার পরিচালক জনাব জীবন কৃষ্ণ সাহা রায় বিডা ওএসএস হালনাগাদ চিত্র ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপনা করেন। এছাড়াও অনুষ্ঠানে জনাব মোঃ মামুন মিয়া, উপ সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়, জনাব এম আব্দুর রহমান, উপপ্রধান, মেট্রোপটিলন চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, জনাব জাহিদুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক, বিজনেস অটোমেশন লিঃ, প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিডার নির্বাহী সদস্যবৃন্দ, মহাপরিচালকগণসহ সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিগণ সংযুক্ত ছিলেন।