BIDA

Media Release

অধিকতর বিনিয়োগবৃদ্ধির জন্য কোভিড পরবর্তী বিনিয়োগ কৌশলগুলো বাস্তবায়ন করতে হবে

Oct 25, 2021

অধিকতর বিনিয়োগবৃদ্ধির জন্য কোভিড পরবর্তী বিনিয়োগ কৌশলগুলো বাস্তবায়ন করতে হবে

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কনফারেন্স হলে, বিডা’র নির্বাহী সদস্য জনাব মোহসিনা ইয়াসমিন মহোদয়ের সভাপতিত্বে বিডা’র আয়োজনে এবং জাইকা (JICA)–এর কারিগরি সহায়তায় “ Post Covid Invetment Promotion Strategy” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিডা’র নির্বাহী চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম মহোদয় প্রধান অতিথি ও জনাব শেখ ইউসুফ হারুন, নির্বাহী চেয়ারম্যান, বেজা বিশেষ অতিথি এবং Mr. Yoho Hayakawa (Chief Representative, JICA, Bangladesh) সম্মানিত অতিথি হিসাবে অংশগ্রহণ করেন। সেমিনারে জাইকা এর প্রজেক্ট লিডার Mr. Hidekazu Tanaka করোনা পরবর্তি ইনভেস্টমেন্ট প্রমোশন স্ট্রাটিজি তুলে ধরেন। এসময়ে তিনি বিশ্বব্যাপী অর্থনীতি ও বিনিয়োগে কোভিট এর প্রভাব নিয়ে বিস্তর আলোচনা করেন এবং বিদেশী বিনিয়োগের বাংলাদেশের ভবিষ্যৎ করনীয় সম্পর্কে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী চেয়াম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম জাইকাকে ধন্যবাদ জানিয়ে বলেন, কোভিডের কারণে বিশ্বব্যাপী অর্থনীতি ও বিনিয়োগ স্থবির হয়ে পড়লেও দেশব্যাপী লকডাউনের মধ্যেও বিডা ওএসএস এর মাধ্যমে বিনিয়োগকারীদের সেবা প্রদান করে গেছে। এবং এসময়ে ওএসএস এর মাধ্যমে নতুন নতুন সেবা যুক্ত করেছে, যাতে সর্বদা বিনোয়গকারীদের সেবা প্রদান করা যায়। কোভিড পরবর্তি সময়ে পৃথিবীর চিত্র অনেকটাই পরিবর্তিত হয়েছে তাই এই সময়ে দেশি বিদেশি বিনিয়োগ আকর্ষনের জন্য সার্বিক অবস্থা বিবেচনা করে আমাদের নতুন বিনিয়োগ কৌশল প্রণয়ন এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান জনাব জনাব শেখ ইউসুফ হারুন, কোভিট কালীন সময়ে বিশ্বব্যাপী বিদেশী বিনিয়োগের অবনবম চিত্র তুলে ধরে বলেন, ২০২০ সালে বিশ্বব্যাপী FDI (Foreign Direct Investment ) ৪২% অবনমন হলেও, কোভিড পরবর্তি সময়ে বিদেশি বিনিয়োগ দ্রুত বাড়বে তাই আমাদের বিদেশি বিনিয়োগ আকর্ষণের জন্য ক্ষেত্রেগুলো চিহ্নত করে এখন থেকেই প্রস্তুত হতে হবে। সেমিনারে সম্মানিত অতিথি বক্তব্যে Mr. Yoho Hayakawa (Chief Representative, JICA, Bangladesh), বিশ্ব এবং বাংলাদেশ প্রেক্ষাপট তুলে ধরে আলোচনা করেন এবং বিনিয়োগের বিদ্যমান ইস্যুগুলোকে আরো সহজতর করার পরামর্শ প্রদান করেন। সেমিনারে সভাপতির বক্তব্যে, জাইকাটিম সহ, সবাইকে ধন্যবাদ জানিয়ে বিডা’র নির্বাহী সদস্য জনাব মোহোসিনা ইয়াসমিন বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মানের জন্য বিদেশী বিনয়োগ আকর্ষণের কোন বিকল্প নাই। তাই আমাদের বিনিয়োগ কৌশলগুলো বাস্তবায়নের কাজ করে যেতে হবে। উল্লেখ্য যে, সেমিনারের শূরতে বিডার পরিচালক জনাব মোঃ মুজিব-উল ফেরদৌস স্বাগত বক্তব্য রাখেন এবং বিডার মহাপরিচাকল জনাব মোঃ শাহ্‌ মাহবুব এর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনা হয়। এ সময় বিডা সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহের উর্ধ্বত্মন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধন্যবাদন্তে
প্রশান্ত কুমার মন্ডল
জনসংযোগ কর্মকর্তা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) প্রধানমন্ত্রীর কার্যালয়।
মুঠোফোনঃ ০১৭৮-৪৬৪৭০৭৯

Recent News